কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

Training

সংগ্রহে: ৥বাংলাদেশ স্কাউটস্

Training Calender (2014-2015) of Bangladesh Scouts (NHQ & All Region):  download Zip file

Wood Badge Application Form (pdf)

Unit Visit Form for Wood Badge Applicants (pdf)

Training Manuel of Bangladesh Scouts (Pdf): Click hear to download

 Five Stage Training Scheme (pdf)


প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
স্কাউট প্রোগ্রাম বিভিন্ন স-রের স্কাউটদের মধ্যে কার্যকরভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং এ কাজে সফল লিডার তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস বয়স্ক লিডার প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করেছে। স্কাউটদের জন্য প্রণীত স্কাউট প্রোগ্রামের দক্ষতার বিষয়সমূহ এবং আত্মোন্নতিমূলক স্কাউট মূুলনীতি ও পদ্ধতি বাস-বায়নের সফল কৌশল সম্পর্কে বয়স্ক লিডারদের সম্যক ধারণা দেয়া প্রশিক্ষণের মূুল উদ্দেশ্য। বাংলাদেশ স্কাউটসের বয়স্ক লিডার প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপঃ
        ক)  স্কাউট আন্দোলনের মূলনীতি সম্পর্কে ইউনিট লিডার ও অন্যান্য বয়স্ক লিডারদের জ্ঞানার্জনে সহায়তা করা।
        খ)     ইউনিট লিডারগণকে ইউনিট পরিচালনার জন্য ব্যবহারিক জ্ঞানার্জন ও প্রায়োগিক কৌশল  এবং নৈপুন্য প্রদর্শনে সমর্থ করা।
        গ)   স্কাউট প্রোগ্রাম স্কাউটদের নিকট সঠিকভাবে পৌঁছে দেয়া।
        ঘ)   স্কাউট সংগ লাভের আনন্দ উপভোগ ও স্কাউট অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগদান।
 জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) ঃ
বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিষয়ে সমুদয় দায়িত্ব পালনের জন্য একজন জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) রয়েছেন। প্রধান জাতীয় কমিশনারের পক্ষে তিনি প্রশিক্ষণের সমুদয় দায়িত্ব পালন করেন।  তাঁকে একজন অভিজ্ঞতা সম্পন্ন লিডার ট্রেনার হতে হবে।

জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) এর দায়িত্ব  ও কর্তব্য নিম্নরূপ
ক)  বিশ্ব স্কাউট সংস’া ও এশিয়া প্যাসিফিক রিজিওনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ স্কাউটসের  প্রোগ্রাম ও অন্যান্য বিষয়ক নীতিমালার আলোকে প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন।
খ)   ইউনিট লিডার,বয়স্ক লিডার ও ট্রেনারদের প্রশিক্ষণসহ  জাতীয় পর্যায়েসমুদয় প্রশিক্ষণেরপরিকল্পনা তৈরি, বাস-বায়ন ও সমন্বয় সাধন করা।
গ)   প্রশিক্ষণের মান নির্ধারণ ও তা বজায় রাখা।
ঘ)  প্রশিক্ষণ কমিটির সাথে আলোচনাপূর্বক লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারনিয়োগের  জন্য প্রাপ্ত প্রস-াব অনুমোদন ও সম্মানীয় দায়িত্বপত্র প্রদানের জন্য প্রধান জাতীয়  কমিশনারের নিকট সুপারিশ প্রেরণ।
ঙ) প্রশিক্ষণ কোর্সসমূহ বাস-বায়নের লক্ষ্যে সহকারী লিডার ট্রেনার ও লিডার ট্রেনারগণকে নেতৃত্বদান।
চ)   পুসি-কা, প্রশিক্ষণ সরঞ্জাম ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে লডার ট্রেনার, সহকারী লিডার ট্রেনার ও বিভিন্ন পর্যায়ের কমিশনারগণকে সহযোগিতা প্রদান।
ছ)   লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারগণের প্রশিক্ষণের  ব্যবস’া করা।
জ)       বাংলাদেশ স্কাউটসের অন্যান্য জাতীয় কমিশনার, বিভিন্ন দেশের জাতীয় কমিশনার(প্রশিক্ষণ), এশিয়া প্যাসিফিক রিজিওনাল ট্রেনিং কমিটি/অ্যাডাল্ট রিসোর্সেস কমিটি ও বিশ্ব স্কাউট ট্রেনি কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
ঝ)  দেশের অন্যান্য কিশোর ও যুব সংগঠনের প্রশিক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা এবং প্রয়োজনবোধে তাদেরকে সহযোগিতা প্রদান।
ঞ)  প্রশিক্ষণের কার্যকারিতা বিশেষ করে প্রশিক্ষণের ফলে ইউনিট পর্যায়ে একজন কিশোর  ও যুব  কতটুকু উপকৃত হচ্ছে সে বিষয়ে নিয়মিত মূল্যায়ন করা।
 ট)   শাখা ভিত্তিক এডভান্স  কোর্সের অনুমোদন প্রদান।
ঠ)   উডব্যাজ পার্চমেন্ট অনুমোদনের জন্য প্রধান জাতীয় কমিশনারের নিকট সুপারিশ পেশ।
ড)   এডভান্স  কোর্সের সার্টিফিকেট প্রদান।
ঢ)    জাতীয় প্রশিক্ষণ কমিটির সভায় সভাপতিত্ব করা।
ত)  ট্রেনার্স কনফারেন্সে সভাপতিত্বকরা ও ট্রেনার্স কর্মশালা ও ট্রেনাসর্ এভান্সমেন্ট কোর্স পরিচালনা করা।
থ)   সময় সময় প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা।
 জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) জাতীয় প্রশিক্ষণ কমিটিতে আলোচনাপূর্বক প্রশিক্ষণ কমিটির সহযোগিতা নিয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
 জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) ঃ
         ১.৬.১       জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) এর দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) নিয়োগ করা যাবে। জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) এর সুপারিশক্রমে প্রধান জাতীয় কমিশনার তাদের নিয়োগ প্রদান করবেন। প্রশিক্ষণ কার্যক্রম তত্ত্বাবধানে প্রশিক্ষণ নীতিমালা যথার্থ বাস-বায়নের লক্ষ্যে জাতীয় উপ কমিশনারবৃন্দকে আলাদাভাবে কাবস্কাউট, স্কাউট ও রোভারস্কাউট শাখার দায়িত্ব প্রদান করা যেতে পারে।
১.৬.২       যোগ্যতা ঃ
        ক)     জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) এর দায়িত্ব যথাযথভাবে পালনে প্রয়োজনীয় ব্যক্তিগত  দক্ষতা ও যোগ্যতা। তাঁকে একজন অভিজ্ঞতা সম্পন্ন লিডার ট্রেনার হতে হবে।
১.৬.৩       দায়িত্ব ঃ
        ১।  জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) কে তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) কর্তৃক অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করা।
        ২।   জাতীয় প্রশিক্ষণ কমিটিতে সদস্য হিসেবে অবদান রাখা।
 জাতীয় প্রশিক্ষণ কমিটি ঃ
১.৭.১      বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিটি সমূহের মধ্যে একটি হচ্ছে জাতীয় প্রশিক্ষণ কমিটি। প্রশিক্ষণ সংক্রান- নীতিমালা প্রণয়ন ও বাস-বায়নের জন্য জাতীয় প্রশিক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রধান জাতীয় কমিশনার ও জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) কে প্রশিক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে।
   নিম্নলিখিত সদস্যদের নিয়ে জাতীয় প্রশিক্ষণ কমিটি গঠিত ঃ
        ১।   জাতীয় কমিশনার  (প্রশিক্ষণ)     সভাপতি
        ২।   জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অথবা তাঁর প্রতিনিধি       সদস্য
        ৩।   জাতীয় কমিশনার (সমাজউন্নয়ন ও স্বাস্য’) অথবা তাঁর প্রতিনিধি  সদস্য         
        ৪।   জাতীয় কমিশনার (সংগঠন) অথবা তাঁর প্রতিনিধি  সদস্য
        ৫।   জাতীয় কমিশনার (গার্ল ইন স্কাউটিং) অথবা তাঁর প্রতিনিধি   সদস্য
        ৬।   জাতীয় কমিশনার (এ আই এস) অথবা তাঁর প্রতিনিধি   সদস্য
        ৭।   জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) সকল  সদস্য
        ৮।   আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) সকল    সদস্য
        ৯।   নির্বাহী সচিব, বাংলাদেশ স্কাউটস  সদস্য
       ১০।  ট্রেনিং এক্সিকিউটিভ, বাংলাদেশ স্কাউটস   সদস্য
       ১১।  জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ   সদস্য
       ১২।  ডেপুটি ট্রেনিং এক্সিকিউটিভ, বাংলাদেশ স্কাউটস   সদস্য সচিব
              প্রয়োজনে কমিটি প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে।
১.৭.৩       কার্য পরিধি ঃ
 ১।   বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ নীতিমালা ও পদ্ধতি পর্যালোচনা এবং মূল্যায়ন।
 ২।  প্রশিক্ষণ নীতিমালা ও প্রশিক্ষণ পদ্ধতিকে বাংলাদেশ স্কাউটসের সাধারণ নীতিমালা এবং এ পি অঞ্চল ও বিশ্ব স্কাউট সংস’া কর্তৃক অনুসৃত প্রশিক্ষণ নীতিমালার সাথে সংগতিপূর্ণ করে তোলা।
 ৩।   প্রশিক্ষণের মান নির্ধারণ ও তা বজায় রাখা।
 ৪।  স্কাউটিং এ প্রচলিত প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন ও প্রোগ্রাম বাস-বায়নে উপযোগী কিনা তা মূল্যায়ন পূর্বক প্রশিক্ষণ নীতিমালা সময়োপযোগী ও কার্যকর করে গড়ে তোলা।
 ৫।  স্কাউটিং ও স্কাউট সংগঠনের বাইরে তরুণ ও যুবদের শিক্ষা ও প্রশিক্ষণ নীতিমালা পর্যালোচনা করা।
৬।  জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি, প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির কর্মসূচি  প্রণয়ন, বাস-বায়ন ও সমন্বয় সাধনকরা।
৭।  আঞ্চলিক স্কাউটস সমূহকে প্রশিক্ষণ কর্মশালা,সেমিনার,সিম্পোজিয়াম কর্মসূচি অনুমোদনের              সুপারিশ করা।
৮।   প্রোগ্রাম, সমাজ উন্নয়ন ও সংগঠন সংক্রান- উপ কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা  প্রদান করা।
 ৯।   জাতীয়, আঞ্চলিক ও জেলা স্কাউটস এর জন্য প্রশিক্ষণ সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস’া করা।
১০।  বিভিন্ন প্রশিক্ষণ ও আঞ্চলিক স্কাউটস এর বার্ষিক প্রশিক্ষণ প্রতিবেদন পর্যালোচনা  ও মূল্যায়ন।
১১।  প্রশিক্ষণ সংক্রান- বিষয়ে সময়ে সময়ে প্রধান জাতীয় কমিশনারকে অবহিত রাখা ও তাঁকে প্রশিক্ষণ সংক্রান- বিষয়ে পরামর্শ প্রদান করা।
১২।  জাতীয় প্রশিক্ষণ নীতিমালার ব্যবস’াপনা, তত্ত্বাবধান, উন্নয়ন এবং জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রকে প্রশিক্ষণ   উপযোগী করে গড়ে তোলা।
১৩। আঞ্চলিক  প্রশিক্ষণ কেন্দ্রসহ সকল প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ উপযোগী করে গড়ে তোলা এবং  সর্বোচ্চ ব্যবহার সংক্রান- পরামর্শ ও সহযোগিতা প্রদান।
 ১৪।  প্রশিক্ষণ সংক্রান- প্রয়োজনীয় বইপত্র প্রণয়ন করা।
 ১৫।  প্রশিক্ষকদের  প্রশিক্ষণ নিশ্চিত করা।
 ১৬। লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারগণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে পর্যালোচনা করা।
১.৭.৪   জাতীয় প্রশিক্ষণ কমিটির সভা ঃ
প্রতি দুই মাস অন-র প্রশিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) প্রয়োজনবোধে তিন দিনের নোটিশে যে কোন সময় সভা আহবান করতে  পারবেন।
১.৮.০  আঞ্চলিক প্রশিক্ষণ কমিটি ঃ
১.৮.১    প্রতিটি আঞ্চলিক স্কাউটস এর আওতায় একটি আঞ্চলিক প্রশিক্ষণ কমিটি থাকবে। উক্ত কমিটি আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) কে তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা ও পরামর্শ প্রদান করবে।
১.৮.২  আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) এর যোগ্যতা ঃ
ক)   তাঁকে অবশ্যই সংশ্লিষ্ট অঞ্চলের অভিজ্ঞতা সম্পন্ন লিডার ট্রেনার হতে হবে।
১.৮.৩      গঠন ঃ  আঞ্চলিক প্রশিক্ষণ কমিটি নিম্নরূপ হবে ঃ
       ১।   আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ)  আহবায়ক
       ২।   আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম)  সদস্য
       ৩।   আঞ্চলিক উপ কমিশনার (সমাজউন্নয়ন)  সদস্য
       ৪।   আঞ্চলিক উপ কমিশনার (সংগঠন)  সদস্য
       ৫।   আঞ্চলিক উপ কমিশনার (এআইএস)   সদস্য
       ৬।   আঞ্চলিক সম্পাদক  সদস্য
       ৭।   সহযোজিত সদস্য (২ জন লিডার ট্রেনার)  সদস্য
      ৮।   অঞ্চলের দায়িত্বে নিয়োজিত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ  সদস্য সচিব
১.৮.৪       আঞ্চলিক প্রশিক্ষণ কমিটির কার্যাবলী ঃ
১। বাংলাদেশ স্কাউটস-এর প্রশিক্ষণ নীতিমালার আলোকে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও  সম্পোজিয়ামের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, বাস-বায়ন ও মূল্যায়ন।
        ২।   আঞ্চলিক, জেলা ও উপজেলা স্কাউটসের জন্য প্রশিক্ষণ সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণ।
        ৩।  গৃহীত প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট লিডারগণ প্রোগ্রাম বাস-বায়ন করতে পারছেন কিনা সেদিকে নজর
              রাখা এবং এ বিষয়ে জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) এর নিকট  সময়ে প্রতিবেদন ও সুপারিশ প্রেরণ।
        ৪।  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস’াপনা, তত্ত্বাবধান, উন্নয়ন এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা তৈরি  করা।

              ইউনিট লিডারদের জন্যঃ
বাংলাদেশ স্কাউটস এর জন্য পাঁচ স্তর বিশিষ্ট ইউনিট লিডার প্রশিক্ষণ স্কীম থাকবে।  উক্ত  প্রশিক্ষণ  স্কীমের স্তরগুলো নিম্নরূপঃ
৫.১.০       ১ম স্তর ওরিয়েন্টেশন কোর্সঃ
প্রথম স-রে যেকোন শাখার ইউনিট লিডার বা বয়স্ক লিডার হিসেবে স্কাউটিং আন্দোলনে যোগদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত শিক্ষক, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ মনোনীত ব্যক্তি বা স্কাউট প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ব্যক্তিকে একদিনের (৬/৭ ঘন্টার) ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করতে হবে। ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের দায়িত্ব উপজেলা, জেলা এবং আঞ্চলিক স্কাউটস এর ওপর ন্যস- এবং উক্ত কোর্স অনুমোদন ও পরিচালনার দায়িত্ব আঞ্চলিক স্কাউটস এর  ওপর ন্যস্ত থাকবে। একজন লিডার ট্রেনার অথবা অভিজ্ঞ সহকারী লিডার ট্রেনার কোর্স লিডারের দায়িত্ব পালন করবেন। তাকে সহযোগিতা করার জন্য কমপক্ষে দু’জন এ এল টি বা উডব্যাজধারী স্কাউট লিডার কোর্সে কোর্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন  করবেন। কোর্সের উদ্দেশ্য নিম্নরূপঃ
        ১।   স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভূমি ।
২।  স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ (ঋঁহফধসবহঃধষং ড়ভ ঝপড়ঁঃরহম) :স্কাউট আন্দোলনের সংজ্ঞা, স্কাউট আন্দোলনের  মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য, নীতিসমূহ এবং স্কাউট পদ্ধতি।
        ৩।   বিভিন্ন শাখার প্রোগ্রাম সম্পর্কে ধারণা প্রদান।
৪।   স্কাউট আন্দোলনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো (আন-র্জাতিক, জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা)।
        ৫।   ট্রুপ মিটিং/প্যাক মিটিং/ক্রু মিটিং সম্পর্কে ধারণা দান।
কোর্স শেষে অংশগ্রহণকারীগণকে কোর্স লিডার এবং আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) এর যুগ্ম স্বাক্ষরে সার্টিফিকেট প্রদান করা হবে। ওরিয়েন্টেশন কোর্স শেষে একজন লিডার তিন মাস সময় ইউনিট গঠনে বা  পরিচালনায় সম্পৃক্ত থাকবেন।
৫.২.০       ২য় স্তরঃ  ইউনিট লিডার বেসিক কোর্স
পূর্বে ওরিয়েন্টেশন কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন এমন লিডার দ্বিতীয় স-রে শাখা ভিত্তিক ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্সের সময়কাল হবে পাঁচ দিন পাঁচ রাত এবং এই কোর্স আবাসিক হবে। বেসিক কোর্স আয়োজন করার দায়িত্ব জেলা স্কাউটস এবং আঞ্চলিক স্কাউটস এর ওপর ন্যস-। কোর্স অনুমোদন ও পরিচালনার দায়িত্ব আঞ্চলিক স্কাউটস- এর  ওপর ন্যস্ত থাকবে । যে শাখার কোর্স অনুষ্ঠিত হবে সেই শাখায় উডব্যাজধারী একজন লিডার ট্রেনার অথবা অভিজ্ঞ সহকারী লিডার ট্রেনার কোর্স লিডার- এর দায়িত্ব পালন করবেন। তাকে সহযোগিতা করার জন্য কমপক্ষে আরো দুইজন লিডার ট্রেনার বা সহকারী লিডার ট্রেনার কাজ করবেন এবং প্রতি উপদলের জন্য একজন করে সংশ্লিষ্ট শাখায় উডব্যাজধারী অথবা সহকারী লিডার ট্রেনার কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫.২.১      কোর্সে সাফল্য অর্জনকারীগণকে  কোর্স  লিডার এবং আঞ্চলিক  উপ কমিশনার (প্রশিক্ষণ)- এর যুগ্ম   
স্বাক্ষরে সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সাথে প্রত্যেক অংশগ্রহণকারীকে সুনির্দিষ্ট এসাইনমেন্ট     ট্রেনিং স্টাডি দিয়ে দেয়া হবে যা  পরবর্তী ছয়  মাসের মধ্যে সম্পন্ন করবেন। বেসিক  কোর্সের কোর্স
লিডার তার স্টাফের সহযোগিতায় কোর্স চলাকালীন প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য এসাইনমেন্ট দিয়ে দেবেন। একটি ইউনিট লিডার বেসিক কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপঃ
৫.৩.০       ইউনিট লিডার বেসিক কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
৫.৩,১     লক্ষ্য ঃ ইউনিট লিডারের ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে উপলব্ধি, সংশ্লিষ্ট শাখার  প্রোগ্রামের তাত্ত্ব্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা রপ্ত করানো এবং সর্বোপরি বাংলাদেশ  স্কাউটসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস-বায়নের জন্য ইউনিট লিডার বেসিক কোর্সের আয়োজন করা।
৫.৩.২       উদ্দেশ্যঃ ইউনিট লিডার বেসিক কোর্সের শেষে অংশগ্রহণকারীরা যাতে নিম্নলিখিত গুণাবলী বা দক্ষতা অর্জন করতে পারে সে উদ্দেশ্যে বেসিক কোর্সের আয়োজন করা হয়ঃ-
        ১।   স্কাউট আন্দোলনের ভূমিকা, নীতি, পদ্ধতি বিষয়ে অবহিত হওয়া।
        ২। সংশ্লিষ্ট শাখার স্কাউটদের নিকট তাদের বয়সোপযোগী স্কাউট আইন ও প্রতিজ্ঞার ব্যাখ্যা           করতে সক্ষম হওয়া।
        ৩।   ব্যাজ পদ্ধতি ও সংশ্লিষ্ট শাখার পারদর্শিতা ব্যাজ স্কীম ব্যাখ্যা করতে সক্ষম হওয়া।
        ৪। স্কাউটিং এর সাথে সম্পৃক্ত অনুষ্ঠানাদিসহ সভা ও অন্যান্য কার্যক্রমের উদ্দেশ্য ও প্রয়োজনীয়               উপকরণাদির বর্ণনা করতে সক্ষম হওয়া।
        ৫।   খেলাধুূলা ও অন্যান্য কার্যাবলীকে প্রশিক্ষণ পদ্ধতির অংগ হিসেবে ব্যবহার করার দক্ষতা অর্জন।
        ৬।   প্যাক/ট্রুপ/ক্রু মিটিং পরিকল্পনা, বাস-বায়ন ও মূল্যায়ন করতে সক্ষম হওয়া।
        ৭।   সংশ্লিষ্ট শাখায় বয়স্ক লিডারদের দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারা।
        ৮।   সকল প্রোগ্রাম বাস-বায়নে স’ানীয়ভাবে প্রাপ্ত সরঞ্জামাদি ব্যবহারের দক্ষতা অর্জন।
        ৯।   ইউনিট সংগঠন ও সুষ্ঠুভাবে ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারা।
       ১০।  নিজের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ ও উক্ত চাহিদা মেটানোর উপায় জানা।
৫.৪.০      ৩য় স্তরঃ ইন সার্ভিস ট্রেনিং (ওহ-ঝবৎারপব ঞৎধরহরহম) ঃ
শাখা ভিত্তিক ইউনিট লিডার বেসিক কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণ করার পর প্রত্যেক লিডারকে যে শাখায় বেসিক  কোর্স  সম্পাদন  করেছেন সেই  শাখার দল গঠন করতে হবে  এবং দলে ছয় মাস প্রোগ্রাম বাস-বায়নের  লক্ষ্যে ইউনিট পরিচালনার কাজ সম্পাদন করতে হবে। সেই সাথে যে সুনির্দিষ্ট এসাইনমেন্ট/ট্রেনিং স্টাডি দেয়া হয় সেই এসাইনমেন্ট/ট্রেনিং স্টাডি সম্পন্ন করার পর তার পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক স্কাউটস এ  দাখিল করবেন। একই সাথে দল পরিচালনার অভিজ্ঞতার বর্ণনাও প্রদান করতে হবে। প্রতিবেদন প্রাপ্তির পর আঞ্চলিক স্কাউটস উক্ত প্রতিবেদন প্রদানকারীর দল পরিদর্শন করে তাকে চতুর্থ স-র অর্থাৎ সংশ্লিষ্ট শাখার ইউনিট লিডার এডভান্স কোর্সে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জনকারী হিসেবে অঞ্চলের প্রশিক্ষণ রেকর্ড বইতে তালিকাভুক্ত করবেন এবং ৩য় স-র অর্থাৎ ইনসার্ভিস ট্রেনিং সমাপ্ত করবেন।
৫.৫.০          ৪র্থ স্তরঃ ইউনিট লিডার এডভান্স কোর্স (টহরঃ খবধফবৎ অফাধহপব ঈড়ঁৎংব) ঃ
শাখা ভিত্তিক ছয় মাস ইনসার্ভিস ট্রেনিং সাফল্যের সাথে সমাপ্তির পর একজন লিডার ৪র্থ স-রে নির্দিষ্ট শাখার ইউনিট লিডার এডভান্স কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্স ছয় দিন ও পাঁচ রাতের জন্য আবাসিক হবে। কোর্সে সাফল্য অর্জনকারী অংশগ্রহণকারীগণকে সুনির্দিষ্ট এসাইনমেন্ট প্রদান করা হবে। এই এসাইনমেন্ট তাকে পরবর্তী এক বছর এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং তার প্রতিবেদন আঞ্চলিক স্কাউটস- এর মাধ্যমে  জাতীয় সদর দফতরে  প্রশিক্ষণ বিভাগে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট শাখায় উডব্যাজধারী একজন অভিজ্ঞ লিডার ট্রেনার এই কোর্স পরিচালনার দায়িত্ব পালন করবেন। তাঁকে সাহায্য করবেন কমপক্ষে ৩ জন লিডার ট্রেনার অথবা অভিজ্ঞ সহকারী লিডার ট্রেনার। এই কোর্সে প্রত্যেক ষষ্ঠক বা উপদলের জন্য একজন করে অভিজ্ঞ লিডার ট্রেনার/সহকারী লিডার ট্রেনার কাউন্সেলর এর দায়িত্ব পালন করবেন। কোর্সে সাফল্য অর্জনকারী অংশগ্রহণকারীগণকে জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) এবং কোর্স লিডারের যুগ্ম স্বাক্ষরে জাতীয় সদর দফতর কর্তৃক সরবরাহকৃত সার্টিফিকেট প্রদান করা হবে। ইউনিট লিডার এডভান্স কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপঃ
৫.৬.০         ইউনিট লিডার এডভান্স কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
৫.৬.১     লক্ষ্য ঃ ইউনিটের স্কাউট সদস্য এবং ইউনিটের সংগে সংশ্লিষ্ট অন্যান্য বয়স্ক লিডারদের সাথে কার্যকরভাবে স্কাউট প্রোগ্রাম বাস-বায়নে কাজ করার পূর্ণাঙ্গ দক্ষতা অর্জনে সহায়তাদানের লক্ষ্যে ইউনিট লিডার এডভান্স কোর্সের আয়োজন করা হয়।
৫.৬.২       উদ্দেশ্য ঃ এডভান্স কোর্স শেষে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত যোগ্যতা অর্জন বা কাজ করতে সক্ষম  হবেন।
১। ইউনিট লিডার কিভাবে বাংলাদেশ স্কাউটসের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছেন তা ব্যাখ্যা করতে  পারা।
২। স্কাউট পদ্ধতিসমূহ কিভাবে সংশ্লিষ্ট তরুণ/যুবদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ এবং স্কাউটদের চাহিদা মেটাতে সক্ষম তা ব্যাখ্যা করতে পারা।
৩।  স্কাউট আইন ও প্রতিজ্ঞার আলোকে স্কাউটদের যুগোপযোগী সমস্যা চিহ্নিত করে তা সমাধানে  সহায়তা করতে পারা।
৪।  পর্যায়ক্রমিক প্রশিক্ষণ, পারদর্শিতা ব্যাজ সহ ব্যাজ পদ্ধতি বিস-ারিত ব্যাখ্যা করতে পারা এবং উক্ত প্রশিক্ষণ ও ব্যাজ অর্জনে কিভাবে সংশ্লিষ্ট স্কাউটকে সহযোগিতা করতে হবে তা পুংখানুপুংখরূপে ব্যাখ্যা করতে পারা।
৫।   সংশ্লিষ্ট শাখার প্রোগ্রাম বিস-ারিত ব্যাখ্যা করতে পারা।
৬।   স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারা।
৭।   ইউনিটের প্রশাসন ও ব্যবস’াপনা দক্ষতার সাথে সম্পন্ন করার যোগ্যতা অর্জন করা।
৮।  স্কাউট ও তাদের অভিভাবক এবং অন্যান্য বয়স্ক লিডারের সাথে কার্যকর যোগাযোগ ব্যবস’া গড়ে    তোলার উপায় জানা।
৯।  স্কাউটদের শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় এবং আধ্যাত্মিক উন্নয়নে স্কাউটিং কিভাবে              সহযোগিতা করে তা ব্যাখ্যা করতে পারা।
১০।  স্কাউটদের মধ্যে আন-র্জাতিক স্কাউটিং সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হওয়া।
১২।  শিক্ষা পদ্ধতি, সাংস্কৃতিক পটভূমি ও পারিপার্শ্বিক অবস’ার আলোকে স্কাউট প্রোগ্রাম খাপ খাওয়ানোর  দক্ষতা অর্জন করা।
১৩।  নিজের পরবর্তী প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং তা বাস-বায়নের পরিকল্পনা প্রণয়নে সক্ষম হওয়া।
১৪।  স্কাউট আন্দোলনের সংশ্লিষ্ট শাখায় বয়স্ক লিডার ও যুবদের ভূমিকা ব্যাখ্যা করতে পারা।
৫.৭.০      ৫ম স্তরঃ  ইনসার্ভিস ট্রেনিং

৪র্থ স-রে সংশ্লিষ্ট শাখার ইউনিট লিডার এডভান্স কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণের পর একজন ইউনিট লিডারকে সুনির্দিষ্ট এসাইনমেন্ট / ট্রেনিং স্টাডি সম্পাদন করতে দেয়া হয়। ৫ম স-রে তিনি দলে কমপক্ষে এক বছর সক্রিয়ভাবে কাজ করবেন অর্থাৎ দল পরিচালনা করবেন এবং সংশ্লিষ্ট শাখার স্কিল কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণ করবেন।
৫.৮.০        স্কিল কোর্স  :
এডভান্স কোর্সে অংশগ্রহণের পরবর্তী এক বছর সময়ের মধ্যে দলে সাফল্যের সাথে প্রোগ্রাম বাস-বায়নের অতিরিক্ত যোগ্যতা এবং দক্ষতা অর্জনের জন্য সংশ্লিষ্ট শাখার স্কিল কোর্সে অংশগ্রহণ করতে হবে। স্কিল কোর্সের সময়কাল ৪ দিন এবং ৩ রাতের আবাসিক হবে। একজন লিডার ট্রেনার স্কিল কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন। কোর্সের সিলেবাস পর্যালোচনা করে কোর্স সংগঠনকারী কর্তৃপক্ষ দক্ষ এবং অত্যন- অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ করবেন। এই কোর্সের ক্ষেত্রে স্কাউটিংয়ের বাইরের সংস’া যেমন- ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস’াপনা, সেন্টজন এ্যাম্বুলেন্স বা অন্য যে কোন প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞ  প্রশিক্ষক নিয়োগ দেয়া যেতে পারে। ইউনিটে দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ অর্জন প্রক্রিয়া যথাযথ বাস-বায়ন করার জন্য যে সব দক্ষতা অর্জন করা একান- অপরিহার্য সেই সব স্কিলের বিষয়বস’ এই কোর্সে অন-র্ভুক্ত থাকবে। কোর্সে সাফল্য অর্জনকারী অংশগ্রহণকারীগণকে জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) এবং কোর্স লিডারের যুগ্ম স্বাক্ষরে জাতীয় সদর দফতর কর্তৃক সরবরাহকৃত সার্টিফিকেট প্রদান করা হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Md Munna MN Blog Technical Support - Hathazari Computer Institute | Mobile- 0312601724, 19# Hossain Market, Hathazri, Chittagong