কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ক্যাম্প পরিদর্শনে ১.২.৩.নং ওয়ার্ড মহিলা কমিশনার

মহান বিজয় দিবস উপলক্ষে বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ‘চট্টগ্রাম সিটি করপোরেশন আন্তঃ ক্যাম্প ২০১৫’ কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার এবং গার্লস ইন রোভার অংশ গ্রহণ করেন। ক্যাম্পে অংশগ্রহণ অবস্থায় ক্যাম্প পরিদর্শন করেন ১.২.৩.নং ওয়ার্ড মহিলা কমিশনার জনাবা সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা। আনন্দময় এক মুহূর্তে ক্যামেো বন্ধি হয় কুলগাঁও সিটি কর্পোরেশ কলেজ রোভার দলের রোভার এবং সিনিয়র রোভার মেট। 

বিজয়ের দিনে প্রথম স্থান অধীকারকারী বিজয়ী রোভার দল

 ভোর ৬.৩০মি শহীদ মিনারে পুষ্প অর্পণ করে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপ বাকলিয়া স্টেডিয়ামে কেন্দ্রিয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাত্রা করে। এতে রোভার এবং গার্লস ইন রোভার কুচকাওয়াচ এবং ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করে রোভার গ্রুপ প্রথম স্থান অধীকার করে এবং কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ গার্লস ইন রোভার দ্বিতীয় স্থান অধীকার করে মাননীয় মেয়র মহোদয় জনাব আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের কাছ থেকে বিজয়ী ক্রস গ্রহণ করে।

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে পুষ্প অর্পন করেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ জনাব আমিনুল হক খাঁন, প্রভাষক জনাব মোঃ শহিদুল্লাহ, রোভার স্কাউট লিডার জনাব শফিউল আজম, সহকারী রোভার স্কাউট লিডার জনাব আমির হোসেন, গার্লস ইন রোভার লিডার জান্নাতুল ফেরদৌস নুরী ও অত্র কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং সিনিয়র রোভার মেট, রোভার ও গার্ল ইন রোভার সহ সকলে। ভোর ৬.৩০মি শহীদ মিনারের পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

বি.পি দিবস উদযাপন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপ



২২ ফেব্রুয়ারী মহা মানব লর্ড ব্যাডেন পাওয়েল (বি.পি) শুভ জম্মদিন । সারা বিশ্বের স্কাউটদের মত বি.পি দিবস উদ্যাপন করেছে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপ। এতে প্রধান অতিথী আসন গ্রহণ করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমিনুল হক খাঁন, উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম, সহকারী জনাব মোঃ আমির হোসেন অত্র কলেজের শিক্ষকম-লী ও সকল রোভার এবং গার্লইন রোভারবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধান অতিথী ও আমন্ত্রীত অথিতি সহ উপস্থিত সকল রোভারবৃন্দদের কে নিয়ে কেক কেটে বি.পি. দিবসের শুভ উদ্বোধন করেন। অনুষ্টানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় প্রধান অথিতী এবং রোভার স্কাউট লিডার। পরে বি.পি দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভযাত্রা বের হয়। ক্যাম্পাস পরিছন্নতা আর আনন্দের ঢলে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপ বি.পি দিবসটি উদ্যাপন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের সিনিয়র রোভার মেট মোঃ রাসেল উদ্দিন।


শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপ


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ''আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'''আমরা কী ভুলিতে পারি''যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে কুলগাঁও কলেজের মাঠ প্রাঙ্গনে কলেজ রোভার এবং গালর্স-ইন-রোভাররা শহীদ মিনারের প্রতি সালাম প্রদর্শন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমিনুল হক খান, প্রভাষক রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম, সহকারী জনাব মোঃ আমির হোসেন, গালর্স-ইন-রোভার লিডার জনাবা জান্নাতুল ফেরদৌস নুরী, বর্তমান সিনিয়র রোভার মেট মোঃ রাসেল উদ্দিন, সহ রোভার মোঃ তুহিন, মহিবুল, জিসান রিয়াদ আালমগীর নুর হোসেন তানিয়া, রিজা, সুমাইয়া, আরজু, নেওয়াজ, রুবায়েত, শাহাদাত, রহিম, রাজিম, রফিকুল, রাতুল, আরাফাত, মিজান, আলাউদ্দিন সহ কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
Design by Md Munna MN Blog Technical Support - Hathazari Computer Institute | Mobile- 0312601724, 19# Hossain Market, Hathazri, Chittagong